শান্তা মারিয়া:
আমি ক্রমাগত আত্মহত্যা করি।
প্রতিদিন হত হয় প্রিয়তি অহং,
ভেঙে ফেলি যাবতীয় মোহন দর্পণ।
এ কেমন মেঘলা জীবন
মন খারাপের বারান্দায় আজন্ম শয়ান
শূন্য মৃত জলাধার, মৃতবৎসা স্মৃতির কংকাল
চির গোধূলীর দেশে বন্দী পদ্মভূক নিস্ফল নাবিক
ইথাকায় ফিরতে চেয়েছি যতবার,
মোহন স্বপ্নের পরী খুলে ফেলে রূপালি মুখোস
প্রেতিনীর অবয়বে জেগে ওঠে আত্মরূপ প্রয়াত সারস।
আত্মহত্যা করি, তবু বেঁচে থাকি
ঘাড়ে করে বয়ে নিই, পূর্বজন্ম থেকে বহমান সিন্দাবাদ প্রেম।