প্রবাস মেলা ডেস্ক: ভোট বর্জনের লক্ষ্যে শুক্রবার (৫ জানুয়ারি) সারা দেশে মিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, ভোট বর্জনের লক্ষ্যে শুক্রবার সারা দেশে মিছিল ও গণসংযোগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে বিভিন্ন ধাপে অবরোধ ও হরতাল পালন করেছে বিএনপি। গত ২৪ ডিসেম্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছে দলটি।