শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ও আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সারাদেশ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা।
নির্বাচনী প্রচারণা টীমে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখার সভাপতি শাহিনুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক রাসেল সিকদার, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মো. সাইয়েদ মিনহাজ, কয়ালালামপুর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাসেল, কুয়ালালামপুর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল খান মাসুম, ছাত্রলীগ নেতা রুহান আহমেদ শামিম, ছাত্রলীগ নেতা নোমান।
নির্বাচনের অনেক আগেই মহাজোট ও আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে গণসংযোগ করতে দেশে পাড়ি জমান তারা। এরই অংশ হিসেবে ইতোমধ্যে তারা মাগুরা -১ সাইফুজ্জামান শেখর, ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিক সমি, নড়াইল -১ মারশাফি বিন মোর্ত্তজা, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ শেখ সারহান নাসের তন্ময়, খুলনা-১ শেখ জুয়েল, গোপালগঞ্জ-২ শেখ সেলিম, মুন্সীগঞ্জ -২ সাগুফতা ইয়াসমিন এমিলিসহ দেশের আরও অনেকগুলো নির্বাচনী এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেছেন।
ছাত্রলীগ মালয়েশিয়া শাখার সভাপতি শাহিনুল ইসলাম পাটোয়ারী জানান, প্রবাসে আমরা বঙ্গবন্ধুর আদর্শের ব্যাপক প্রচার করে থাকি সর্বদাই কিন্তু এখন দেশের প্রয়োজনে এবং মহাজোট ও আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে আমরা দেশে ছুটে এসেছি। জননেত্রী কিংবা দলের যে কোন প্রয়োজনে আমরা মালয়েশিয়া ছাত্রলীগ পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।