আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালাতে বাংলাদেশের পথে ইতালি আওয়ামী লীগ নেতৃবৃন্দ নির্বাচনকে সামনে রেখে ১৫ নভেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা ১১টায় তার্কিস বিমানযোগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নৌকার পক্ষে নিজ নিজ এলাকায় প্রচার করতে রওনা দেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
ইতালি থেকে তারা নৌকার পক্ষে প্রচারনা শুরু করেন। রোম এবং ইতালির যে সব শহরে বাংলাদেশিরা বেশী বসবাস করেন সেই সব শহরেও ইতালি আওয়ামীলীগের নেতা কর্মীদের নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারনা করেন । এ সময় দেশের পথে ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী ইদ্রীস ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক বাবু ঢালী, রোম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিল একসাথে ইতালি ত্যাগ করেন।
আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক রব মিন্টু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইতে দেশে যাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা থাকবে ফের নৌকাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী ইদ্রীস ফরাজী নেতৃত্বে বাংলাদেশে আমাদের নির্বাচনি প্রচার থাকবে । আমরা দেশ ও জনগণের উন্নয়নে জন্য নৌকা আবার জয়ী হবে।