ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনায় অংশগ্রহনের জন্য দেশে আসছেন ফ্লোরিডা প্রবাসী কুমিল্লা মেঘনা উপজেলার সাবেক যুবদল সভাপতি জালাল আহামেদ জামান।
তিনি কুমিল্লা ১ আসন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের আস্থাভাজন হিসাবে পরিচিত। তিনি বর্তমানে আমেরিকার ফ্লোরিডা আছেন ।
আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচন প্রচারনায় দেশে যাবেন বলে জানান।
জালাল আহামেদ জামান দেশে থাকা অবস্থায় কুমিল্লা মেঘনা উপজেলার যুবদল সভপতি, কুমিল্লা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আমেরিকা ফ্লোরিডা শাখার বিএনপি’র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।