শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: বাংলাদেশে বইছে জাতীয় সংসদের একাদশতম নির্বাচনের হাওয়া। এতে অংশ নিতে অনেকেই ইতোমধ্যে সংগ্রহ করেছেন মনোনয়ন নামের মূল্যবান নির্বাচনী টিকিট। এক্ষেত্রে পিছিয়ে নেই মালয়েশিয়া প্রবাসীরাও।
প্রবাসে থাকলেও দেশের উন্নয়নে অংশ নিতে এবং দেশের প্রতি চরম দায়িত্ববোধের কারণেই নির্বাচনে অংশ নিতে চান তারা। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র পক্ষে নির্বাচনে লড়তে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেউবা ইতোমধ্যে তা পুরন করে জমাও দিয়ে দিয়েছেন। এদের মধ্যে অনেকেই ইতোমধ্যে দেশে গিয়ে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন। নির্বাচনী এলাকা ছেয়ে ফেলেছেন ব্যানার কিংবা ফেস্টুন দিয়ে। কেউবা আবার প্রবাসে থেকেও এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
জানা যায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে অংশ নিতে ফিরোজপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য ও মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি এমআর জামিল হোসাইন, বরিশাল-২ (বানারীপাড়া, উজিরপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য কবির হোসেন সাগর, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে বাংলাদেশি গার্মেন্টস ট্রেড অ্যাসোসিয়েশন ইন মালয়েশিয়ার (বিজিটিএএম) সভাপতি মার্শাল পাভেল, চট্রগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আখতার উদ্দীন মাহমুদ পারভেজ।
অন্যদিকে, দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে জাতীয় সংসদের বাইরে থাকা দল বিএনপির টিকিটে নির্বাচনে অংশ নিতে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মালয়েশিয়া বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান, ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফেনী সমিতি মালয়েশিয়ার সভাপতি পেয়ার আহমদ আকাশ, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠাঁলিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের সংগঠন পিজিএসএস নির্বাচিত সভাপতি মুহাম্মদ ফয়জুল হক। এছাড়া চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে সদ্য ডক্টরেট ডিগ্রী নেওয়া সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন, ঢাকা-৯ আসনে মালয়েশিয়া প্রবাসী সাবেক এমএ কাইয়ুম, ঢাকা-১৬ আসনে মালয়েশিয়া প্রবাসী সাবেক কমিশনার আহসান উল্লাহ হাসান।