মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়,
রিয়াদ, সৌদিআরব
সদায় লিখছি আমরা কি জানি,
খানিক বিরতি দেইনা মোবাইল খানি,
বাসা, বাড়ি, অফিসে, বাস, ট্রেন, লঞ্চ বা বিমানে বসে
মোবাইল খানা টিপিতে থাকি আনমনে।
ফেইসবুক, এইজ বুক সবখানেই
মোবাইলের উপরে সে কি অত্যাচার,
যদি কহিতে জানিত কথা
মোবাইল বেটা সহিত না
কাস্টমারের দেয়া এতো ব্যাথা।
(লেখক, প্রবাসী সাংবাদিক, কবি, লেখক ও নাট্য সংগঠক)