লন্ডন, যুক্তরাজ্য: ৫ আগস্ট ভয়েস ফর বাংলাদেশের আয়োজনে লন্ডনে নিরাপদ সড়ক আন্দোলনের সমর্থনে ও বাংলাদেশের ছাত্রীদের নির্যাতনের প্রতিবাদে প্রতিকী অনশন অনুষ্ঠি হয় । পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে অনুষ্ঠিত প্রতিকী অনশনে নিপীড়ন ও বল প্রয়োগের মাধ্যমে বাসের চাপায় পিষ্ঠ সহপাঠীর হত্যার বিচারের দাবীতে স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলনকে দমনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় ।
বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষক, পেশাজীবি ও প্রতিবাদী নারী পুরুষ এই প্রতিকী অনশনে অংশগ্রহন করেন ।প্রতিকী অনশন থেকে তারা নিরাপদ সড়ক,আন্দোলনের নয় দফা দাবী সহ নিহত ও আহতদের রক্তমাখা ছবি সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও পোস্টারে আন্দোলনের প্রতি তাদের সংহতি ও সরকার ও সরকারদলীয় ছাত্র সংগঠনের অপহরণ গুমগুলো হত্যা ও ধর্ষনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় । অনশন শেষে এক আলোচনায় সংগঠনের যুক্তরাজ্য শাখার নির্বাহী সদস্য কানিজ ফাতেমা ও আলাউদ্দিন রাসেলের পরিচালনায় বক্তারা নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর নির্যাতনের তীব্র নিন্দা প্রকাশ করে অনিতিবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং নির্যাতন বন্ধের আহবান জানান। অন্যথায় প্রবাস থেকে সবাইকে একত্রিত করে কঠোর কর্মসূচী ঘোষণা করেবেন।
উক্ত আলোচনয় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা আতা উল্ল্যাহ ফারুক, অধ্যাপক এম এ মালেক, হাসনাত হোসেন এমবিই, মেজর অব: সিদ্দীক, ড. আলা উদ্দিন, বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নে আহবায়ক এসএইচ সোহাগ, ভয়েস ফর বাংলাদেশের যুক্তরাজ্য শাখার আহবায়ক ফয়সাল জামিল, আবদুর রহিম, নূর হোসেন, আবুল হোসেন নিজাম, লুৎফর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্রারার ইলিয়াস, লুৎফর রহমান লিংকন, আকলিমা মুন্নি, মাহমুদুল হাসান, পরভেজ আজম, মনোয়ার মোহাম্মদ, নাজিয়া আক্তার, এমদাদ হোসেন টিপু, ড. মুজিবুর রহমান, মিছবাউজ্জামান সুহেল, এডভোকেট তাহির চৌধুরী, জসিম উদ্দিন সেলিম, এনামুল হক লিটন, সফিকুল ইসলাম রিবলু, মাওলানা শামীম আহমদ, জাহাঙ্গীর হোসেন, শফরাজ শরফু, আবু নাসের শেখ, ফজলে রহমান পিনাক, মারুফ গিয়াস বাপ্পী, রাসেল রহমান, সাদিয়া টুম্পা, আবদুল ওয়াহাব রুবেল সহঅনেক।