প্রবাস মেলা ডেস্ক: এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলিকে শিল্পী সমিতির নির্বাচনে আনছেন নিপুন। তাকে সভাপতি পদে রেখে প্যানেল তৈরি করছেন এই নায়িকা।
এরআগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই দফা করে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাহমুদ কলি। সিনেমা না করলেও কালেভদ্রে তার দেখা মিলতো শিল্পী সমিতির ইফতার কিংবা পিকনিকে। দীর্ঘদিন পর আবার সমিতির নির্বাচনে দেখা যাবে ‘লাভ ইন সিঙ্গাপুর’ ছবির এই নায়ককে।
আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যেখানে মাহমুদ কলিকে নিয়ে নির্বাচনে মিশা-ডিপজল’র বিপক্ষে লড়বেন নিপুন।
ইলিয়াস কাঞ্চনের নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে বিপাকে পড়েন নিপুন। সভাপতি পদে প্রার্থী খুঁজে বেড়াচ্ছিলেন। সেই তালিকায় ছিল সুপারস্টার শাকিব খান, ফেরদৗস আহমেদ, অনন্ত জলিল ও আহমেদ শরীফ সবাই নিপুনকে ফিরিয়ে দেন। সর্বশেষ নিপুনের পাশে এসে দাঁড়ালেন মাহমুদ কলি।