সোহেল ইসলামঃ
স্বর্ণলতা তোমার অপেক্ষায় কত হিজেল কান্ড, সবুজ কচি আর গাঢ় পাতারা কাটিয়েছে
বৃষ্টিহীন আর শীতাতুর ঘন অমাবস্যা
আর এক থালা জ্বলজ্বলে পূর্ণীমার রাত বিনা মূল্যে বিনা ক্লেশে।
তবুও কাটেনি অপেক্ষার বাসনা,
গা ঘেঁসে লেপটে থাকার সুগন্ধি ঘোর
যদ্যোপি এলে,
গুনে গুনে বেলা গেল এক ডালা
বয়স আর মনের মিলিত জ্বালা মধ্য গগনে
তবুও এলে
বিকেলের রোদ্দুরের সাথে এক পশলা শ্রাবণ হয়ে জীবনে আমার।