জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: নিউহাম অল বাংলাদেশি এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল অনুস্টিত হয়েছে। ২৪ মে শুক্রবার রোমফোর্ড রোডের এক ভেন্যুতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসেম জুয়েলের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মাদ ফজলুল করিম। কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাসুদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান হচ্ছে আতশুদ্ধির মাস, সংযমের মাস। এ মাস মুসলানদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সংগঠনের সভাপতি উপস্তিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্তিত ছিলেন কাউন্সিলর মুজিবুর রহমান, ডেগেনহাম কাউন্সিলের কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর ফারুক চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্টব্যক্তিবর্গ। শেষে ইফতার ও দোয়া মাহফিল ও সভাপতির সমাপন বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।