লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর ও অন্য আরেকটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে ৫০ জন নারী পুরুষ ও শিশুদের হত্যার প্রতিবাদে ভয়েস ফর জাস্টিস ইউকের পক্ষ থেকে গত ১৭ মার্চ রবিবার এক জরুরী প্রতিবাদ সভা পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
সাবেক মেয়র ও কাউন্সিলার গোলাম মর্তুজার সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা রফিক আহমদ রফিক, আলহাজ নুর বখশ, হাজী ফারুক মিয়া, সাংবাদিক আফসর উদ্দিন, কাজী সাগীর আহমদ, গোলাম কাদির চৌধুরী শামিম,জাকের আহমদ চৌধুরী, আব্দুস সামাদ জায়গিরদার, আবরুস আলী প্রমুখ।
সভায় বক্তারা এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলায় আহবান জানান। সভায় নিহত শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।