হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে কাউন্সিল মেম্বার জুমানী উইলিয়াম নির্বাচিত হয়েছেন। বিজয়ী জুমানী উইলিয়ামের প্রাপ্ত ভোট ১২৯,৫৫০। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি কাউন্সিলম্যান এরিক উলরিচ পেয়েছেন ৭৪,০৬১ ভোট, প্রাক্তন সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক-ভিভারিটো ৪৩,১১৯ ভোট পেয়ে তৃতীয়, অ্যাডমিনম্যান মাইকেল ব্ল্যাক ৩২,০৭৫ ভোট পেয়ে ৪র্থ এবং সিটি কাউন্সিলর ইয়েদ্যানিস রদ্রিগেজ ২৩,৯৩৬ ভোট পেয়ে ৫ম হয়েছেন। আর অন্য কোন প্রার্থীর ২০,০০০ এর বেশি ভোট নেই।
প্রাপ্ত ভোটের হিসেবে ১৭ জন প্রার্থীর মধ্যে হেলাল শেখ ১২তম হয়েছেন। হেলাল শেখের প্রাপ্ত ভোট ৪,২৪৩ ভোট। বোর্ড অব ইলেকশন দ্য সিটি অব নিউইয়র্ক সূত্রে এই তথ্য জানা গেছে। হেলাল আবু শেখ তাকে সমর্থনের জন্য ইউএসএনিউজঅনলাইন.কম’র মাধ্যমে বাংলাদেশী কমিউনিটি সহ সকল ভোটারকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে, বিশেষ এ নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৯০,৮১৩। এর বিপরীতে ২০১০ সালের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ভোট দিয়েছিলেন ১,০৯৭,৮৪৬ জন ভোটার।
নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট এর শূন্য পদে বিশেষ নির্বাচন ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্দলীয় এ নির্বাচনে পাবলিক এডভোকেট পদে বাংলাদেশী হেলাল শেখ সহ লড়েছেন ১৭ জন। নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট লেটিসা জেমস গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়ক স্টেট এটর্নী জেনারেল নির্বাচিত হওয়ায় এই শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হল।
এ নির্বাচনে কৃষ্ণাঙ্গ প্রার্থীদের মধ্যে জুমানী উইলিয়াম, মাইকেল ব্ল্যাক ও এটর্নী ডন স্মল আলোচিত প্রার্থী ছিলেন। সবশেষে নিউ ইয়র্ক টাইমস এর সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন জুমানী। যুক্তরাষ্ট্রে এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসালও আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছিল জুমানীকে। মেয়র বিল ডি ব্লাসিও নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট নির্বাচিত হওয়ায় জুমানী উইলিয়ামকে অভিনন্দন জানিয়েছেন।