হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বিশ্বনন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে নিউইয়র্কে রবি ও সোমবার দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘হুমায়ূন মেলা’। কুইন্স প্যালেসে দু’দিন ব্যাপী এ মেলার আয়োজক শো টাইম মিউজিক। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলার উদ্বোধন করবেন হুমায়ূন আহমেদের স্ত্রী গায়িকা, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। সেমিনার ও আলোচনায় অতিথি থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, জ্যোতি প্রকাশ দত্ত, পূরবী বসু, মাহবুব হাসান সালেহ, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বেলাল বেগ প্রমুখ।
বুধবার জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে আয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন শো টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী হুমায়ূন পতী মেহের আফরোজ শাওন, মেলার টাইটেল স্পন্সর এনওয়াই ইনসুরেন্সের কর্ণধার শাহ নেওয়াজ, ব্যবসায়ী নেতা জাকারিয়া মাসুদ জিকো, হারুন ভূইয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানান হয়, হুমায়ূন মেলায় গান গাইবেন হুমায়ূন আহমেদের প্রিয় শিল্পীরা। থাকবে হুমায়ূন আহমেদের বইসহ বিভিন্ন পণ্যের স্টল। শিল্পীদের মধ্যে রয়েছেন মেহের আফরোজ শাওন, এস আই টুটুল, সায়েরা রেজা, কৃষ্ণা তিথি, কামরুজ্জামান বকুল, চন্দন চৌধুরী, রানু নেওয়াজ, শাহ মাহবুব, সেলিম ইব্রাহিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে অভিনেত্রী শাওন নিউইয়র্কে দ্বিতীয় বারের মতো হুমায়ুন মেলার আয়োজনের জন্য শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের প্রশংসা করে বলেন, আশা করি আগামীতে এ আয়োজন শুধু মেলাতে সীমাবদ্ধ না থেকে হুমায়ূন আহমেদ সম্মেলনে পরিণত হবে। এ ব্যাপারে শাওন স্পন্সর, মিডিয়া এবং শো টাইম মিউজিকের দৃষ্টি আকর্ষণ করে আগামী বছর এই ধরণের আয়োজনে সংবাদ সম্মেলন এবং পূর্ব প্রস্ততি ২-৩ মাস আগে করার আহ্ববান জানান।