হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রস্থ বসবাসকারী হবিগঞ্জ শহরের প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্রাণের সংগঠন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন, যুক্তরাষ্ট্র,র উদ্যোগে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে থ্যাংকস গিভিং ডে (নবান্ন উৎসব) উপলক্ষে ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উদযাপিত হয়েছে।
সংগঠনের সভাপতি সৈয়দ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ’র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থাঙ্কস গিভিং উদযাপন কমিটির আহ্বায়ক আজ্দু মিয়া তালুকদার, সমন্বয়কারী মোহাম্মদ শিমুল হাসান ও সদস্য সচিব ফয়সল আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন এবং ব্যক্তিগত পারফরম্যান্স করেন এর্টনী মঈন চৌধুরী, ওয়াসি চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী শেফাজ,এডভোকেট নাসির উদ্দিন,মুজাহিদ আনসারি,ইব্রাহীম খলিল বার ভূঁইয়া রিজু,জায়েদুল মুহিদ খান,প্রফেসর আব্দুর রহমান,শাহ সাদেক মিয়া,আবু সাঈদ চৌধুরী কুটি, মিয়া মো: আসকির, মো: উস্তার মিয়া, বিষ্ণু পদ সরকার, সুকান্ত দাস হরে ও আবুল কালাম, আমীর আলী, সাদেকুর রহমান, মোস্তফা কামাল, সোহাগ আফসার, এডভোকেট রহিম শেখ, ইঞ্জিনিয়া মোশাররফ হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ