হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সুফিয়ান আহমদ চৌধুরী একজন সাদা মনের মানুষ। তাঁর ভালোবাসা ছুঁয়ে যায় প্রাণে, সকলকে মুগ্ধ করে। তিনি একজন সফল সাহিত্যিক ও সংগঠক হিসেবে দেশ-প্রবাসে সুখ্যাতি অর্জন করেছেন। দেশ-প্রবাসে তাঁর জন্মবার্ষিকী পালনে অভূতপূর্ব সাড়া প্রশংসনীয়।তিনি দীর্ঘজীবি হোন, শুভ হোক তাঁর আগামীর পথ চলা।
১৭ জুলাই বুধবার বিকেলে জ্যাকসন হাইটস-এর বাংলাদেশ প্লাজা মিলনায়তনে নিউইয়র্ক-এর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম আয়োজিত সুফিয়ান আহমদ চৌধুরী’র ৫৯ তম জন্মবার্ষকীর অন্তরঙ্গ আাড্ডায় আলোচকরা উপরোক্ত কথা বলেন।
স্বদেশ ফোরাম-এর সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য-এর সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক কবি আবুল বাসার -এর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ -এর আবাসিক সম্পাদক সাংবাদিক-কবি-এডভোকেট ইব্রাহীম চৌধুরী খোকন ও বাপস নিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
কবিতা পাঠ -গান- আলোচনায় অংশ নেন সাংবাদিক রিমন ইসলাম, ব্যাংকার সৈয়দ মুজিবুর রহমান, অধ্যাপক জগদীশ চৌধুরী, এডভোকেট সালাহউদ্দিন বাবু, ডাঃএইচ এম ফখরুল ইসলাম, কবি-শিল্পী কাজী জামান, কবি-শিল্পী পারভীন বানু, কবি আবুল বাশার,কবি কানিজ ফাতেমা, কবি দেওয়ান নাসের রাজা, সমাজসেবী মাসুদ মোর্শেদ, সুবোধ চন্দ্র পাল, মোঃ কুতুব উদ্দিন, মোঃ মিজানুর রহমান, এম.মজুমদার, মোঃ জুলহাস মোল্লা, মোঃ এমরান আলী, এম.আর.চৌধুরী, রফিকুল ইসলাম, আশরাফ খান, পীযূস রায় প্রমুখ।
আড্ডায় ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। সুফিয়ান আহমদ চৌধুরী ছড়া ও কবিতা পাঠ করেন।তিনি সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান এবং সকলের কাছে দোয়া চান। প্রাণবন্ত আড্ডা শেষে সকলকে মিষ্টি মুখে আপ্যায়ন করা হয়।