হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মাটি ও মানুষের গান নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাওয়াইয়া রজনী। প্রবাসী শিল্পী, সংগঠক সমন্বয়ে গঠিত আয়োজক কমিটির দায়িত্বে রয়েছেন আহ্বায়ক ফাহাদ সোলায়মান, যুগ্ম আহ্বায়ক শাহ মাহবুব, শাহনাজ পারুল, চন্দ্রা রায়। সদস্য সচিব ডাঃ নার্গিস রহমান, যুগ্ম সদস্য সচিব গৌতম রায়, সমন্বয়কারী মোহর খান এবং সাংস্কৃতিক চেয়ারম্যান মিলন কুমার রায়। অনুষ্ঠানটি আগামী ২৭ অক্টোবর ২০১৮ শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল প্রবাসী ও সংগীত প্রেমীদের সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।