হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কের অত্যন্ত সুপরিচিত, আস্থাশীল স্বনামধন্য প্রতিষ্ঠান কর্ণফুলী ট্রাভেল্স করোনা প্যান্ডামিকের পর বৃহৎ আকারে নতুন ঠিকানা বাংলাদেশ প্লাজার বিপরীতে ৩৭-১৬, ৭৩ ষ্ট্রিট, সুইট নং: ২০১ এফ-আর (২য় তলা), জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২ -এ ২৭ জুলাই ২০২০, রোজ বৃহস্পতিবার নতুন অফিস উদ্বোধন করা হয়।
ট্রাভেল ব্যবসার সাথে নতুন আরো একটি প্রতিষ্ঠান American Container Line Inc. নামে ফ্রেইট ফরওয়াডিং ও শিপিং ব্যবসা উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধনী অনুষ্ঠানে জেবিবিএ’র প্রাক্তন সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক, জ্যাকসন হাইটসের স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অসংখ্য বন্ধু, শুভাখাঙ্খীসহ জ্যাকসন হাইট্স এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেবিবিএ এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব পিয়ার ভাই, American Container Line Inc. এর প্রেসিডেন্ট জনাব জসিম উদ্দিন আহমেদ। পরিশেষে কর্ণফুলী ট্রাভেল্স এর স্বত্বাধিকারী জনাব মো: সেলিম (হারুন) তার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এক বাক্যে স্বীকার করেন কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতায় কর্ণফুলী ট্রাভেল্স এই অবস্থানে আসতে পেরেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতেও আপনাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।