হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৭১’র গেরিলা কমান্ডার সিরু বাঙ্গালির ‘বাঙ্গাল কেন যুদ্ধে গেল’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। ৫ অক্টোবর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএস বাংলা নিউজ এর সম্পাদক আবু সাঈদ রতনের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক খালেদ সরফুদ্দীনের পরিচালনায় বইয়ের মোড়ক উন্মোচন করেন মুক্তিযোদ্ধা সিরু বাঙ্গালির সতীর্থ তাজুল ইমাম। মুক্তিযোদ্ধা সিরু বাঙ্গালি’র বইয়ের উপর আলোচনা করেন তাজুল ইমাম, ৭১ এর শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, ছড়াকার মঞ্জুর কাদের ও কবি বেলাল বেগ। মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন এবং লেখক ইশতিয়াক রূপু। ‘বাঙ্গাল কেন যুদ্ধে গেলো’ বই থেকে পাঠ করেন বাচিক শিল্পী মুমু আনসারী।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় মুষ্টিমেয় কিছু রাজাকার ছাড়া সকলেই এই যুদ্ধে অংশ নিয়েছেন এবং সহযোগিতা করেছেন। যুদ্ধের সময়কার কঠিন দিনগুলোর কথাও স্বরণ করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে ফকির এখলাসুর রহমান, প্রফেসর হোসনে আরা বেগম, মুক্তধারা নিউইয়র্কের কর্ণধার বিশ্বজিত সাহা, লেখক, গবেষক আহমেদ মাযহার, লেখক, কবি ফকির ইলিয়াস, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, ছড়াকার শামস্ চৌধুরী রুশো, কবি মিশুক সেলিম, কবি ফারহানা ইলিয়াস তুলি, কবি জুলি রহমান, কবি রিমি রুম্মান, কবি উইলী মুক্তি, কবি মাকসুদা আহম্মেদ, কবি নাসরিন চৌধুরী, কবি কাজী আতিক, লেখক কামাল হোসেন মিঠু, কবি পলি শাহীনা, সালেহীন সাজু, বেনজীর শিকদার, রাহাত কাজী, প্রজন্ম’৭১ নিউইয়র্কের সাদেক শিবলী, সারোয়ার খান প্রমুখ উপস্থিত ছিলেন।