হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর পালকি পার্টি হলের সামনে শান্তির প্রতীক পায়রা এবং যুবলীগের পতাকাসহ আকাশে বেলুন উড়ানোর মধ্য দিয়ে ১১ নভেম্বর সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি বদরুল হোসেন খান যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারসহ যুক্তরাষ্ট্র যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র আওয়ামীগের যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া ও ইফজাল চৌধুরীর যৌথ উপস্থাপনায় ২য় পর্বের আলোচনা সভায় সভাপত্বি করেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উদ্যাপন কমিটির আহ্বায়ক রহিমুজ্জামান সুমন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সফল সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মানবাধিকার সম্পাদক মিসবাহ্ আহমদ। বিষেশ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা জয়নুল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল জলিল, আইন সম্পাদক এডভোকেট শাহ মোঃ বখতিয়ার, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জনসংযোগ সম্পাদক কাজী কায়েস, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, সদস্য ইলিয়ার রহমান, সদস্য কিউ আলম হিরা, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা শাহনাজ মমতাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ঢাকা উত্তর মহানগর যুবলীগের সাংগঠিক সম্পাদক শাখাওয়াত হোসেন চঞ্চল,
বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ জামাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র সাবেক যুবলীগ নেতা ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী বাবু রিন্টু লাল দাস, যুগ্ম আহ্বায়ক হেলিম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরে আলম বাবু, সাবেক যুবলীগ নেতা বর্তমান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা ওয়ালী হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগ সদস্য যথাক্রমে নুরুল ইসলাম, মনির উদ্দিন, শাহীন কামালী, রেজা আবদুল্লাহ, জাকির হোসেন।
বর্ণাঢ্য এই প্রতিষ্ঠাবার্ষিকী গতানুগতিক অনুষ্ঠান না করে ভিন্নমাত্রায় পরিচালিত হয়। অনুষ্ঠানস্থলের বাহিরে রঙ্গিন গেইট, পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন, ভিডিও প্রজেক্টরের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ১০ বছরের উন্নয়ন চিত্র, শেখ মনি ও জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পসস্তক অর্পণ, বঙ্গবন্ধু হত্যার ভিডিও ফেটেজ, বিএনপি জামাতের আগুন সন্ত্রাস, যুক্তরাষ্ট্র যুবলীগের বিগতদিনের কার্যক্রম চিত্র, যুবলীগের জন্ম বার্ষিকীর কেক কাটা, বিশাল নৌকা মঞ্চ।
অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ আগামী একাদশতম জাতীয় নির্বাচনে সুদুর যুক্তরাষ্ট্র থেকে দেশে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় নিয়ে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নকে বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশী ও প্রবাসী শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সমাপ্ত হয়।