হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১ মার্চ ২০২০, রবিবার সন্ধ্যা ৮টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর একটি কফিশপে সাড়া জাগানো উপন্যাস ‘অ্যামেরিকান ড্রিম’ এর লেখক যুক্তরাষ্ট্র প্রবাসী জসীম উদ্দিন এর উদ্যোগে চা-চক্র ও আড্ডার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র সফররত প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ এর সম্মানে জসিম উদ্দিন এ আড্ডার আয়োজন করেন। এসময় তিনি তার প্রবাস জীবন এবং লেখক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনার এক ফাঁকে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ প্রকাশিত তার ‘ডানকিন ডানা’ বইয়ের কপি শরীফ মুহম্মদ রাশেদকে উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন প্রবাস মেলা’র নিউইয়র্ক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মানবদরদী শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চোধুরী, সাবেক ছাত্রনেতা আবুল হায়াত প্রমূখ।