হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিনিধি দলের অন্যতম সফর সঙ্গী ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ইন্টারন্যাশনাল রিটার্নিং এজেন্সি (বায়রা)র সভাপতি ঢাকা ১০ এর সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের সম্মানে ২৬ সেপ্টেম্বর বুধবার রাত আটটায় নিউইয়র্কের জ্যামাইকা ঘরোয়া রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র প্রবাসী ধামরাইবাসদের উদ্যোগে এক সংবর্ধনা অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নাল আবেদিন ।
ধামরাইয়ের সাবেক ছাত্রনেতা নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে কর্মরত এনওয়াইপিডির অফিসার এবং পঙ্কজ রায়ের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি বেনজির আহমেদকে প্রথমে উপস্থিত সবাই উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ফাতেমা জোহরা আকতার, যুক্তরাষ্ট আওয়ামীলীগের উপদেষ্টা, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা শফিউজ্জামান, ধামরাই কলেজ ছাত্র সংসদের সাবেক জিএম, বাংলাদেশ ল সোসাইটির ইউএসএর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান সরকার, সঙ্গীতশিল্পী ঢাকা জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম ইব্রাহিম, মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন শাজাহান, লিয়াকত আলী, রহমান চেয়ারম্যান, মুহাম্মদ গোলাম মোস্তফা, গৌরী বিশ্বাস, জয়নাল, লিটন, আলী আকবর, মোহাম্মদ আলতাফ হোসেন, স্বপন সিকদার, পঙ্কজ রায়, মোহাম্মদ শাহজাহান, বিমল তরফদার, মাহবুবুল আলম জুয়েল মজুমদার, সুমন সরকার, প্রিন্স রহমান, সাজেদুল আলীম, আরিফ আহমেদ চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম, বিপলব পাল, সেলিম ইব্রাহিম, জুয়েল রানা মোমিন, আরিফুল ইসলাম, লুত্ফর, শামীম, মোহাম্মদ আলমগীর হোসেন, আব্দুল কাদের এবং উপস্থাপনায় সহযোগিতা করেন স্বপন শিকদার । সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বেনজীর আহমেদকে রাজনীতি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেনজীর আহমেদেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে করেন সোনিয়া কবির । সভায় বক্তাগণ বেনজির আহমেদকে পুনরায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানান।
শেষে সবাইকে নৈশভোজের আমন্ত্রণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।