হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কের লোয়ার ইস্ট ম্যানহাটনে ফাহিম সালেহ নামে ৩৪ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত যুবককে নিজের বাসায় হত্যার পরে টুকরো টুকরো করে রেখে গেছে হত্যাকারীরা। ১৪ জুলাই ২০০২ দুপুর ৩.৩০ মিনিটে ঘটনাটি ঘটে। হত্যাকারীকে এখনও ধরতে পারেননি পুলিশ। তবে পুলিশ ভিডিও পেয়েছে। ইলেকট্রিক করাত ব্যবহার করে তাকে হত্যা করেছে ঘাতক। মৃত্যুর আগে একই এলিভেটরে হত্যাকারীর সঙ্গে বাসায় ফিরেছিল যুবকটি। নিউইয়র্ক পোস্টে এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে আমেরিকার আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির এটি একটা খন্ড চিত্র।