হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আদনান রহমান তীর্থ। জন্ম আমেরিকার নিউইয়র্কে। বাংলা ও বাঙ্গালি সংস্কৃতির পূজারী নিউইয়র্ক প্রবাসী ‘রহমান-লাইজু’দম্পতি’র পুত্র।নিউইয়র্কে সাংস্কৃতিক অঙ্গনের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে ‘রহমান-লাইজু ‘দম্পতি’র সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ট। ছোটবেলা থেকেই অন্য অনেকের মতো সন্তানসন্ততিদের বাংলা-বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া, বাংলাদেশ ও বাঙালি জাতির প্রতি একধরণের আত্মিক ও মানসিক আর মানবিক সম্পর্ক তৈরী করে দেয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে আসছিলো ‘রহমান-লাইজু’দম্পতি।
তপন মোদক নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে বিশিষ্ট তবলা বাদক হিসাবে প্রসিদ্ধ।দেশেও তবলায় বিশেষ সুনাম আছে। তবলায় প্রশিক্ষন প্রদানে সাংস্কৃতিক অঙ্গনে “তবলা গুরু” হিসাবে দেশে বিদেশে অনেকের কাছে পরিচিত।নৃত্য ও সঙ্গীত চর্চায় তবলা’র গুরুত্ব অপরিসীম। ক্ল্যাসিক্যাল নৃত্য ও সঙ্গীত চর্চায় তবলার নান্দনিক দিকটি যে কোন সঙ্গীত পিপাসুরই জানার কথা। ত্যাগ, পরিশ্রম ও সাধনা ব্যতিরেকে এটি অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার।
প্রবাসের নতুন প্রজন্মের সন্তান বাংলাদেশি আমেরিকান আদনান রহমান তীর্থ তবলা গুরু তপন মোদকের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে প্রশিক্ষন গ্রহন করেছেন। অবশেষে নিজেকে তবলা সঙ্গীতের বাদক হিসাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এমতাবস্থায় ‘রহমান-লাইজু’দম্পতি তবলা গুরু তপন মোদকের সার্বিক তত্ত্বাবধানে নিউইয়র্কে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করেছেন আগামী ২২ জুলাই। এক প্রশ্নের উত্তরে রহমান-লাইজু দম্পতি জানান যে, প্রবাসের পরিচিত নতুন প্রজন্মকে দেশ ও জাতির সাংস্কৃতিক জাগরণে উৎসাহিত ও অনুপ্রাণিত করার প্রেক্ষাপট থেকেই মূলত: এই অনুষ্ঠানের আয়োজন।
‘রহমান-লাইজু’দম্পতি আগামী ২২ জুলাই, রবিবার, ২০১৮ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭২-১১ রুজভেল্ট এভিনিউ সংলগ্ন বেলোজিনু ব্যাঙ্কুয়েট হলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উপলক্ষে প্রবাসীদেরকে স্বপরিবারে সাদর আমন্ত্রণ জানিয়েছেন রহমান-লাইজু দম্পতি। আদনান রহমান তীর্থের জন্য আশীর্বাদ ও নতুন প্রজন্মকে অনুপ্রানিত ও উৎসাহিতকরণে সকল প্রবাসী ভাইবোনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন ‘রহমান-লাইজু’দম্পতি।