হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৭ মার্চ বুধবার সন্ধ্যায় জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জ্যাকসন হাইটস-এর খাবার বাড়ি চায়নিজে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ ল’সোসাইটির সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন। প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। গেষ্ট অব অনার ছিলেন ডেমোক্রেটিক ডিষ্ট্রিক লিডার এটংংলার্জ এর্টণী মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট শেখ আখতার উল ইসলাম, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক এডভোকেট ইব্রাহীম চৌধুরী, সিলেট আইন কলেজের সাবেক প্রিন্সিপাল এডভোকেট প্রসূন কান্তি দে ও ব্যারিষ্টার সৈয়দ সায়েদুক হক সুমন।
আলোচনা ও ছড়া-কবিতা পাঠে অংশ নেন জালালাবাদ ল’ সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস শহীদ আজাদ, অর্থ সম্পাদক এডভোকেট বিমান দাশ, কার্যকরী সদস্য এডভোকেট আশিক খান, কার্যকরী সদস্য সৈয়দ মঈন উদ্দিন জুনেল, সিরাজগঞ্জ জেলা বারের এডভোকেট সালাহ উদ্দিন (বাবু), বিশিষ্ট লেখক ইশতিয়াক রুপু, সমাজসেবী শিবতোষ চক্রবর্তী ও কবি আবুল বাশার। সমগ্র সভা পরিচালনা ও উপস্থাপনা করেন এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী।
সভায় প্রধান অতিথি বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেন, আমাদের মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্খা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। উন্নয়নশীল দেশ হিসেবে আজ বিশ্বে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। আমাদের স্বাধীনতার সুফল পৌঁছিয়ে দিতে হবে ঘরে ঘরে। আমাদের এগিয়ে যেতে হবে বলে, তিনি স্বদেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে প্রবাসী সহ সকলকে দেশ গড়ায় এগিয়ে আসার আহ্বান জানান।
গেষ্ট অব অনার মাননীয় ডেমোক্রেটিক ডিস্ট্রিক লিডার এট লার্জ এর্টণী মঈন চৌধুরী দেশের স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ কাজ করার এবং নতুন প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।