হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: পবিত্র কোরআনে বর্ণিত মহান প্রিয়নবীর মহাপবিত্র শুভাগমন সকল ঈদের সেরা ঈদ ঈদে আজম ঈদ আকবার ১২ রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ২৪ নভেম্বর বুধবার দিবাগত রাত্রিতে নিউইয়র্ক সিটির ম্যানহাটানস্থ কারী ইনএ হরি রেস্টুরেন্ট হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ম্যানহাটান নিউইয়র্ক শাখার উদ্যোগে “জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল” অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াত ও না’ত শরিফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নিউইয়র্ক কুইন্স শাখার উপদেষ্টা সৈয়দ হেলাল মাহমুদ । বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদবৃন্দ আলামা সৈয়দ এহসানুল হক কাদেরী, আলামা মকসুদ আহমদ রেজভী, আহলে সুন্নাত ওয়াল জামাত কুইন্স নিউইয়র্ক শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহীম মাহমুদ ও আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত কুইন্স নিউইয়র্ক শাখার মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী প্রমুখ।
বক্তাগণ কোরআন ও হাদিসের আলোকে মহান প্রিয়নবীর মহাপবিত্র শুভাগমনের গুরুত্ব ও তাৎপর্য বিস্তাতারিত ব্যাখ্যা করেন। তারা বলেন, মহান প্রিয়নবীর শুভাগমন আমাদের জন্য ঈমান, দ্বীন, আমল, কোরআন ও হাদিস পাওয়ার শুভসূচনা। বক্তাগণ আরও বলেন যে আলাহ তা’য়ালা সকল নবীদের নিয়ে “মিসাকের সম্মেলনে” মহান প্রিয়নবীর এ পৃথিবীতে শুভাগমনের ঘোষণা দেন এবং অন্যান্য সকল নবীদের জন্য মহান প্রিয়নবীর শুভাগমনের গুরুত্ব ও নবীদের কর্তব্য বর্ণনা করেন (সুরা আল ইমরান)।
কোরআন শরিফের অসংখ্য আয়াতে অন্যান্য নবীদের মহান প্রিয়নবীর শুভাগমনের ঘোষণা উদ্ধৃত রয়েছে তন্মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম উদ্ধৃতি উল্লেখযোগ্য।
বক্তাগণ আরও বলেন, সারা দুনিয়ায় চৌদ্দশত বছর ধরে স্বতঃস্ফূর্তভাবে মহান প্রিয়নবীর শুভাগমনের ঈদ ঈদে মিলাদুন্নবী (সাঃ) পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়ে আসছে। বাংলাদেশসহ অগণিত দেশে ঈদে মিলাদুন্নবীর রাষ্ট্রীয় ছুটিও রয়েছে। শুধুমাত্র ১৯৩২ সালে -সৌদি রাজতন্ত্র ক্ষমতায় এসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন আরবে ও তাদের প্রভাবে গুটি কয়েক উপসাগরীয় রাজতান্ত্রিক দেশে নিষিদ্ধ রয়েছে, যা ধর্মান্ধ ও মূর্খ কতিপয় গোষ্ঠী ও ব্যক্তিবর্গ হিংসাবশত ধর্মীয় দলিল হিসেবে ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে প্রোপাগান্ডা করে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে বক্তাগণ সকল ঈমানদারদের নবীপ্রেমের প্রকৃত ধর্ম প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান। সালাতু সালাম, ক্বিয়াম, মোনাজাত ও কয়েকজন সদস্য ও শুভাকাঙ্ক্ষীর মাতৃ-বিয়োগে ঈসালে সওয়াবের দুয়া ও ফাতিহা পাঠান্তে বিশেষ তবারুক বিতরণের মাধ্যমে “জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল” সমাপ্ত হয়।