হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশি ক্যাবীদের বৃহৎ ও পুরাতন সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক-এর রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের শুভেচ্ছা বক্তব্য ছাড়াও ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল নিউইয়র্ক সাদিয়া ফয়জুন্নেসা। বৃষ্টিমুখর সন্ধ্যায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতি ছিলো লক্ষনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি সভাপতি কামাল আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী সরকার এম. ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ, নিউইয়র্কের কনস্যুলর চৌধুরী সুলতানা পারভীন, ফার্স্ট সেক্রেটারী মোহাম্মদ শামীম হোসেন ও ভাইস কনসাল আসিব আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়েলো সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সুদৃশ্য কেক কাটা হয়। এরপর সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পৃষ্ঠপোষক, অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথির সংক্ষিপ্ত স্মৃতিচারণে সোসাইটির ভূমিকা ও প্রভাব সম্পর্কে সম্যক চিত্র ফুটে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে রজত জয়ন্তী স্মারক তুলে দেন ইয়েলো সোসাইটির সভাপতি। সফলতা ও গৌরবের পঁচিশ বছর পূর্তির এ উৎসবের আহ্বায়ক এবং ইয়েলো সোসাইটির সহ-সভাপতি আবওয়াবুল চৌধুরী আরবাবের সঞ্চালনায় ইয়েলো সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসবের যুগ্ম আহ্বায়ক আনিস রহমান ফরিদ ও সদস্য সচিব একেএমএম.রশিদ।
অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা তার বক্তব্যে বলেন, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশি ক্যাবীদের সুনাম রয়েছে। তারা নিউইয়র্ক শহরের রাস্তায় ক্যাব চালিয়ে বাংলাদেশরই প্রতিনিধিত্ব করছেন। আমি মনে করি তারা এক একজন বাংলাদেশি রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকারেরর ভিশন ২০২০ ও ২০৪১ মিশন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহ রাখতে তিনি আর্থিকভাবে স্বচ্ছল ক্যাবী সহ প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান।