হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: কমমূল্যে ও উন্নত সেবার প্রত্যয়ে ইউএসবিডি ট্র্যাভেলস এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের অন্যতম ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান হলো ইউএসবিডি ট্রাভেলস এন্ড ট্যুরস। গত বেশ কয়েক বছর যাবত প্রতিষ্ঠানটি গ্রাহক সেবা দিয়ে আসছে। ১ মার্চ ২০২০, রবিবার নিউইয়র্কের হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে উদ্বোধন করা হল প্রতিষ্ঠানটির ওয়েবসাইট। এখন থেকে usbdtravels.com এবং airtkts24.com গিয়ে সরাসরি সকল ধরণের টিকেট ইস্যু ও ভ্যাকেশন ট্যুরের বুকিং দেয়া যাবে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের মুফতি মাওলানা মো: ইসমাইল হোসেন। নিউইয়র্কের বিশিষ্টজন এবং সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএসবিডি ট্রাভেলস-এর প্রেসিডেন্ট মশিউর রহমান মজুমদার।

এসময় তিনি সকলকে স্বাগত জানিয়ে বলেন, শুধু এয়ার টিকিট নয়, আমরা বিভিন্ন ভ্রমণ প্যাকেজ, রিভার ক্রুজ, কার রেন্টাল, হোটেল, ওমরাহ সেবা দিয়ে আসছি। ব্যবসা করা মূল লক্ষ্য নয়, প্রবাসীদের বিভিন্ন সহযোগিতা করাই আমাদের প্রধান লক্ষ্য। বাংলাদেশ থেকে কেউ টিকেট কাটতে চাইলে, আমাদের ঢাকা অফিসের মাধ্যমে কম দামে টিকেট ইস্যু করা হয়ে থাকে। তিনি আরো বলেন, প্রবাসীদের ভালোবাসা ও সহযোগিতায় ইউএসবিডি ট্রাভেলস এন্ড ট্যুরস এক যুগ অতিক্রম করেছে। ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন বলে আশা করছি।

ইউএসবিডি ট্রাভেল্স এর সি.ই.ও লিটু আনাম বলেন, ট্রাভেল ব্যবসা নিউইয়র্কে একটি বিতর্কিত ব্যবসা, আমরা এতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা বিভিন্ন ভ্রমণ প্যাকেজসহ আমেরিকার অভ্যন্তরীণ বিমান টিকেট, বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান টিকেট, বিশ্বের সকল দেশের বিমান টিকেট, ওমরাহ ভিসা ও টিকেট ইস্যু করে থাকি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ডা. মজিবর রহমান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী এনওয়াই ইনস্যুরেন্সের কর্ণধার শাহ নেওয়াজ, সাপ্তাহিক পরিচয় এর সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভিষ্ট আবু জাফর মাহমুদ, লায়ন মো: সাইফুল ইসলাম এবং পাক্ষিক প্রবাস মেলা পত্রিকার নিউইয়র্ক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ।

মিডিয়া-কর্মীদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউএসবিডি ট্রাভেলস এর ম্যানেজিং ডিরেক্টর রীমা মনোয়ার ওয়াহিদ, বাংলা পত্রিকার সম্পাদক মো: আবু তাহের, সাপ্তাহিক প্রবাসের প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম, সাংবাদিক দর্পন কবির, নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাংবাদিক শেখ সিরাজ, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক শামসুল আলম লিটন, সাংবাদিক সাইদা ইয়াসমিন, লায়ন রুহুল আমিন, আব্দুল জলিল তিতুমির, পলি শাহিনা, ইউসুফ মজুমদার এবং যুক্তরাষ্ট্র সফররত প্রবাস মেলা পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ প্রমূখ।