হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সাংস্কৃতিক সংগঠন শতদল এবং নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি গভীর শ্রদ্ধায় স্মরণ করল জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। কবি স্মৃতিতর্পণে রোববার তাদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ অনুষ্ঠান ‘অনুভবে নজরুল’। জ্যাকসন হাইটসের পিএস ৬৯-আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কবির দৌহিত্রি খিলখিল কাজী এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় নজরুল সঙ্গীত শিল্পী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশের শাড়ি-কামিজের মেলা, আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগ দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।
আরো ছিলেন ড. নূরুন নবী, ড. জিয়াউদ্দিন আহমদ ও জাকারিয়া চৌধুরী। প্রথম পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সঙ্গীত গুরু মুত্তালিব বিশ্বাস, ড. গুলশান আরা কাজী, ড. বেলাল কাজী, ড. জিয়াউদ্দিন আহমদ, ড. নূরুন নবী, ড. দলিলুর রহমান, সাংবাদিক ফজলুর রহমান, মনজুর আহমদ, আবু তাহের এবং এবি এম সালেহউদ্দিন। আলোচনাটি সঞ্চালনা করেন উৎসবের আহ্বায়ক কবির কিরণ। অন্যতম আলোচক বাঙ্গালী সম্পাদক কৌশিক আহমেদ দেরিতে আসায় পরে শুভেচ্ছা বক্তব্য দেন।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন সালাহউদ্দিন আহমদ ছাড়াও খিলখিল কাজী, তমাল হোসেন, নিপা জামান, অজন্তা সিদ্দিকী, প্লামী দাসগোপ প্রমুখ। নৃত্য পরিবেশন করেন নায়লা কবির, ফারিয়া রহমান ও নেহা রহমান। আবৃত্তিতে ছিলেন কিরণ কবির, সায়েদা নাজমা পারভিন, ছন্দা বিনতে সুলতান, ক্ষুদে আবৃত্তিকার কাব্য প্রমুখ। ছড়াকার মনজুর কাদেরের সঞ্চালনায় বৃন্দ আবৃত্তিতে অংশ নেন বিপার দুই শিশু শিল্পী নাহরিন ইসলাম ও মুন জেরিন খান। গিটার পরিবেশন করেন নাসিমা আক্তার। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থাপনা করেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপিকা সাদিয়া খন্দকার।