হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করে। অনুষ্ঠানে কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশন করা, ঢাকা হতে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণের তাৎপর্য তুলে ধরেন।
তিনি আরো বলেন বঙ্গবন্ধুর কালজয়ী ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ এবং এর আবেদন কালোত্তীর্ণ। তিনি আরো বলেনUNESCO কর্তৃক “World’s Important Documentary Heritage” স্বীকৃতি এবং “Memory of the World Register” এ ঐতিহাসিক ভাষণ অন্তর্ভূক্তি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে সর্বকালের জন্য অবিস্মরণীয় করে রাখবে।

অনুষ্ঠানের শুরুতে ৭ মার্চের ভাষণটি প্রদর্শন করা হয় যা অনুষ্ঠানের পরও প্রচারিত হয়েছে এবং কনস্যুলার সেবা গ্রহণের জন্য আগত বাংলাদেশী-আমেরিকান ও আমেরিকানগণ গভীর আগ্রহের সাথে তা অবলোকন করেন।
বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও কনস্যুলার সেবাগ্রহণকারী অনেক বাংলাদেশী এবং আমেরিকান নাগরিক উপস্থিত ছিলেন।