হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৩ এপ্রিল মঙ্গলবার নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব’র ২০১৯-২০২০ কার্যবছরের নতুন কমিটির কর্মকর্তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসিডেন্ট আসেফ বারী ও সেক্রেটারী আহসান হাবীব নির্বাচিত হয়েছেন।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেছেন লায়ন্স ক্লাব’র সভাপতি লায়ন মোহাম্মদ সাঈদ। সভার প্রথম পর্ব সঞ্চালনা করেছেন ক্লাব’র জেনারেল সেক্রেটারী লায়ন একেএম এ রশিদ। সভায় শ্রীলংকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহিত হয়।
নিয়মতান্ত্রিক আনুষ্ঠানিকতার পর আগামী বছরের নেতৃত্ব নিধারণী পর্ব শুরু হয়। নির্বাচন প্রক্রিয়ার পর্বটি পরিচালনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার লায়ন রেজা রশীদ, সহযোগীতা করেছেন নির্বাচন কমিশনার লায়ন গোলাম মোস্তফা এবং নির্বাচন কমিশনার লায়ন আলী সাঈদ টিপু।
ক্লাবের নিয়মিত কার্যক্রম পাঠ শেষে নির্বাচন কমিশন কর্মকর্তাদের তত্ত্বাবধানে নতুন কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন আসেফ বারী (টুটুল ও জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন লায়ন আহসান হাবীব এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লায়ন মো: সাইফুল ইসলাম। নির্বাচিত হওয়ার পর সভায় বিভিন্ন নেতৃবৃন্দ একে অন্যকে অভিনন্দিত করেছেন।