হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আমাদের মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার ও সংগঠক, নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা খ্যাত সিরাজুল আলম খান ১৪ আগস্ট মঙ্গলবার নিউইয়র্ক সময় সকাল ১২:৩০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সযোগে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।
জেএফকে এয়ারপোর্টে প্রবাসীদের পক্ষ থেকে বিদায় জানান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও জে এস ডি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক শামশুদ্দিন আহমেদ শামীম, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক প্রবাসী সংগঠক মিরাজ ভূঁইয়া, মো:সানি দীদার, মো: শাহীনসহ প্রবাসের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ।
উল্লেখ্য গত ১৮ মে ২০১৮তে সিরাজুল আলম খান সাইপ্রাসে চিকিৎসা শেষে সাইপ্রাসের চিকিৎসকদের পরামর্শে যুক্তরাষ্ট্রে শরীরের কিছু সুনির্দিষ্ট অংশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা নেন। তাছাড়াও দুই দুইবার ২৪ ঘন্টার জন্য ইমার্জেন্সীতেও নেয়া হয়েছিলো। নিউইয়র্কে তিনি কমিউনিটি ব্যক্তিত্ব শামশুদ্দিন আহমেদ শামীমের বাসায় অবস্থান করেন।