হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বিটিভি’র সাবেক জনপ্রিয় উপস্থাপক, শিক্ষাবিদ ও নাট্যাভিনেত্রী শাহরিন আশরাফ লিটা এবং প্রকৌশলী জারিফ আশরাফ দম্পতির উদ্যোগে নিউইয়র্কে এক ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নিউইয়র্ক সিটির কিউ গার্ডেন এলাকার তাদের নিজস্ব বাসভবনে এই মিলনমেলার আয়োজন করা হয়। প্রবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজিত এই অনুষ্ঠানে নিউইয়র্কের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন— সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক আয়েশা আক্তার রুবি, আইটি প্রকৌশলী হাসিব, প্রকৌশলী উবায়ের, মি. রশিদ, কাজী আসলাম বাচ্চু, কাজী আবরার হোসেন, মেজর জহুর ও মিসেস জহুর, সেলিম আহমেদ, মো. রহমান চয়ন, সাবিনা আক্তারসহ আরও অনেকে।
এছাড়া আয়োজক দম্পতির পুত্র আনাতুল, তাঁর স্ত্রী জেনিফার এবং তাদের কন্যা শিশু ইভি অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থিতি জানান দেন। উপস্থিত ছিলেন প্রকৌশলী জারিফ আশরাফের মাতা নাসিম আক্তারও।
ঈদ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল রকমারি ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের আয়োজন। দুপুর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত জমে ওঠে প্রাণবন্ত আড্ডা, গল্প আর আনন্দঘন মুহূর্তের বিনিময়। প্রবাস জীবনের ব্যস্ততায় এমন মিলনমেলা অতিথিদের মাঝে তৈরি করে এক উষ্ণ ও স্মরণীয় পরিবেশ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই আয়োজক দম্পতির আন্তরিক আতিথেয়তা ও সুন্দর ব্যবস্থাপনার প্রশংসা করেন।