প্রবাস মেলা ডেস্ক: আল্লাহু আকবর- আল্লাহু আকবর এই সমুধুর ধ্বনি এখন নিউইয়র্কের বাতাসে ভাসবে। ২৪ আগস্ট ২০২৩, শনিবার নিউইয়র্কের মেয়র অফিসের কমিউনিটি এ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেয়ার অনুমোদন দেয়। এতোদিন মসজিদের চারদেয়ালের ভিতরে ছিলো আজানের সীমানা। মুসলিম কমিউনিটির আবেদনের প্রেক্ষিতে নিউইয়র্ক রাজ্য কর্তৃপক্ষের এই অনুমতি এখানকার ইসলাম ধর্মের অনুসারীদের জন্য একটা বড় বিজয়।
নিউইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি দেওয়ার পর প্রথম আসরের আজান হয়। “আল্লাহু আকবর- আল্লাহু আকবর”। তবে নিউইয়র্ক রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতিত কোথায়ও উচ্চ আওয়াজ/ মাইক ব্যবহার করা যাবে না। সেই কারণে ফজর এবং এশা ব্যতিত এখন থেকে যোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজানের জন্য আর অনুমতি লাগবে না।
এদিকে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে উৎসবের জোয়ার বইছে। তারা বলছেন- ইসলাম ধর্মের অন্যতম ফরজ হলো নামাজ। সেই নামাজের আহ্বানে যে সুমধুর আজান দেয়া হয় তা এখন প্রকাশ্যে দেয়া যাবে।