হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৬ নভেম্বর ২০২৪, বুধবার দুপুর ১টা থেকে ৩টা অবদি নিউইয়র্কে জাতি সংঘের সামনে এক নাগরিক সমাবেশ থেকে মহাসচিব অ্যান্তনিয়ো গুতেরেজে সমীপে ৯ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশে মব জাস্টিস বন্ধ, মিথ্যা মামলায় গণগ্রেফতার বন্ধ, ক্যাঙ্গারু আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের গণহত্যার মামলা বন্ধ এবং একাত্তরের গণহত্যার খুণী, নারী ধর্ষণকারী ও মানবতাবিরোধী অপরাধীদের আইসিটিতে বিচার দাবি সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, অভিনেতা-অভিনেত্রী, সুশীল সমাজ, আওয়ামীলীগের ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান দমন-পীড়ন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়েছে স্মারকলিপিতে।
৫ নভেম্বর ২০২৪, যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিধ্বস বিজয়ের পরদিন জাতিসংঘ সদর দপ্তরের সামনে নাগরিক সমাবেশে বাংলাদেশের গণতন্ত্র হরণ, নির্বাচিত সরকার উৎখাত, অবৈধ, অনির্বাচিত দখলদার সরকারের ক্ষমতা গ্রহণ, হাজার হাজার ছাত্র-পুলিশ-জনতাকে গণহত্যা করে সরকারের উপর দোষ চাপানো ও হত্যাকারীদের দ্বায়মুক্তি প্রদান, মব জাস্টিসের নামে পিটিয়ে মানুষ হত্যা, লুটতরাজ, অগ্নিসন্ত্রাস, ডাকাতি, রাহাজানি, জোরপূর্বক বিচারপতি, শিক্ষক, সচিব, নির্বাচন কমিশনার, স্পিকার, জনপ্রতিনিধিদের পদত্যাগে বাধ্য করা, গণগ্রেফতার, প্রহসনের বিচারের জন্যে আইসিটি আদালত ব্যবহার ও শেখ হাসিনা সহ অন্যদের নামে গ্রেফতারী পরওয়ানা জারী, আদালতে আসামী ও আইনজীবীদের উপর হামলা, বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, হত্যাকান্ডের প্রতিবাদে জাতিসংঘ সেক্রেটারী জেনারেল বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় এই সমাবেশ থেকে।
এলায়েন্স ফর বাংলাদেশী আমেরিকানস, কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস, যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার, শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন। নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলের সূচনা বক্তব্যের পর বাংলাদেশে চরমান পরিস্থিতির আলোকে আরো বক্তব্য রাখেন মুলধারার রাজনীতিক ও আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশ চন্দ নাথ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকান্স’র সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শাখাওয়াত আলী, আওয়ামী লীগ নেতা আখতার হোসেন, শেখ হাসিনা মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন জলিল, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, সাবেক ছাত্রনেত্রী কহিনুর আক্তার, শহিদুল ইসলাম, জেড এ জয়, একে চৌধুরী, অজিৎ ভৌমিক, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ সভাপতি আবুল বাসার মিলন, এডভোকেট আবু বকর সিদ্দীক তোষার, পিয়াস আহমেদ, ফাতিম শাহ এবং সরকার প্রমুখ।
এ সময় সদ্য নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দমন-পীড়নের নিন্দা ও ক্ষোভ জানানোর জন্যে প্রবাসীদের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।