হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কের পরিচিত মুখ মিলাদুন নাহার এ্যানির স্বামী ডা. রেজা চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। প্রায় ৭/৮ দিন যাবৎ করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে ৮ এপ্রিল মধ্যরাতের একটু পর লং আইল্যান্ডের মানহাসেটে North Shore University Hospital এ শেষ নিঃশাস ত্যাগ করেন ড.রেজা চৌধুরী। বাংগালী কমিউনিটির প্রিয় মুখ ডা. রেজা অত্যন্ত সজ্জন ও বিনয়ী ছিলেন। তিনি ব্রঙ্কসের পার্কচেষ্টারে ‘ওয়েস্ট চেস্টার মেডিক্যাল হেলথ কেয়ার’ এর স্বত্বাধিকারী ছিলেন। ধারণা করা হচ্ছে তাঁর কোন রোগী থেকেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। ডা.রেজা TBN24 টেলিভশন এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান TBN Wellness এরও হোস্ট ছিলেন। ডাক্তার রেজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন নিউইয়কবাসী। আল্লাহ সুবহানা তায়ালা তাঁর পরিবারের সবাইকে এই শোক সইবার তাওফিক দান করুন। তাদের সুস্থ রাখুন, আজ এটাই একমাত্র প্রার্থনা। ডাক্তার রেজা তাঁর পেশার প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মোকাম দান করুন। একামনা নিউইয়র্কবাসির। তিনি বেঁচে থাকবেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহীর মাঝে।