হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আন্তর্জাতিক ফ্যামিলি রেমিট্যান্স দিবস উপলক্ষ্যে ১৬ জুন ২০২২, বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক কনস্যুলেটে ‘রেমিট্যান্স এবং উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠান ও নৈশভোজ শেষে রাত ১০ টায় নিউইয়র্ক এর বাংলাদেশ কনসুলেট জেনারেল এর অফিস কক্ষে প্রবাসী সাংবাদিকদের সাথে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ, ডা. মাসুদুল হাসান, সাপ্তাহিক প্রথম আলো নিউইয়র্ক এর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, আইটিভি পরিচালক রিমন ইসলাম, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, টাইমস টিভি ও সাপ্তাহিক বাংলাপএিকা প্রতিনিধি এবিএম সালাহ উদ্দিন আহমেদ, সাংবাদিক মনজুরুল হক, সাংবাদিক শাহ ফারুক, মাহবুবুর রহমান ও আইভিটিভির প্রতিনিধিপ্রমূখ।