ডেস্ক রিপোর্ট: ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮:৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, অভিনেতা, গীতিকার ও মঞ্চ অভিনেতা এ.এফ আকরাম হোসেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ৯ নভেম্বর ২০২৪, শনিবার বাদ যোহর আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
আকরাম হোসেন এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তাঁর অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু-শুভাকাঙ্খীগণ।
উল্লেখ্য, সংস্কৃতিকর্মীদের প্রিয় মুখ এ.এফ আকরাম হোসেন এর দীর্ঘদিনের পছন্দের আড্ডার জায়গা ছিল টি.এস.সি – স্বপনের চা এর দোকান। পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউজ চত্বর। অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সদাহাস্য প্রাণবন্ত এ.এফ আকরাম হোসেন সুস্থাবস্থায় সংস্কৃতির এমন কোনো আয়োজন ছিল না, যেখানে তিনি অনুপস্থিত থাকতেন। সকলের সাথে ছিল তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছিলেন অতি সজ্জন ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। পেশাগত জীবনে তিনি একজন ব্যাংকার ছিলেন। তিনি ছিলেন এক পুত্র সন্তানের জনক।
‘প্রবাস মেলা’ পরিবারের পক্ষ থেকে এ.এফ আকরাম হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইলো।