প্রবাস মেলা ডেস্ক: নারী দিবস উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পাচ্ছেন মডেল ও অভিনেত্রী সুলতানা চৌধুরী। ‘নারী অধিকার ও সচেতনা পরিষদ’ নারী দিবস উপলক্ষ্যে বিশিষ্ট নারীদের এ সম্মাননা দিচ্ছে । ১১ মার্চ বিকেল সাড়ে ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হবে।
সুলতানা চৌধুরী একাধারে মডেল, অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী ও সরকারি চাকুরিজীবী। নাটক, সিনেমা, মডেলিং সবক্ষেত্রেই সমানতালে পদচারণা তাঁর। সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা পাচ্ছেন গুণী এই শিল্পী।
সুলতানা চৌধুরী জানান, স্কুল জীবন থেকেই তিনি মিডিয়ায় কাজের সাথে যুক্ত রয়েছেন। আনুষ্ঠানিকভাবে ২০১০ সালে মিডিয়া জগতে পথচলা শুরু।
নেত্রকোনা জেলার মদন উপজেলার মেয়ে সুলতানা। আনন্দ মোহন কলেজ থেকে অনার্স ডিগ্রি নেন। বর্তমানে সরকারি চাকুরির পাশাপাশি বিনোদন জগতের নানা শাখায় বিচরণ করছেন গুণী এই শিল্পী।