মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার শ্রমবাজারে সোর্স কান্ট্রি’র দেশগুলোর মধ্যে বাংলাদেশী কর্মীদের সংখ্যা সবচে’ বেশি। তবে প্রায় ১৫ লক্ষ কর্মীর এ শ্রমবাজারে পুরুষের পাশাপাশি নেই কোন নারী কর্মী। মূলত মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী হিসাবে কোন নারী’র আসার অনুমতি নেই। শুক্রবার ৩১ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে কারো প্রলোভনে পড়ে বাংলাদেশ থেকে কোন নারী’কে মালয়েশিয়ায় না আসার পরামর্শ দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
প্রকাশিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে কোন নারী কর্মী আনতে চুক্তিবদ্ধ হয়নি মালয়েশিয়া। তবে একটি অসাধু চক্র কাজ দেয়ার প্রলোভনে অনৈতিকভাবে বাংলাদেশ থেকে নারীদের মালয়েশিয়ায় আনছে বলে ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ধরনের কর্মকান্ডে বাংলাদেশী নারীদের আর্থিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে উল্লেখ করে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেয়া হয় হাইকমিশনের ঐ বিজ্ঞপ্তিতে।
নারীকর্মীদের নিয়ে অসাধুচক্রের এমন কর্মকান্ডে মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করে হাইকমিশন। একই সঙ্গে মালয়েশিয়া সরকারের সঙ্গে কোন চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত দেশ থেকে কোন নারী’কে কর্মী হিসাবে না আসার পরামর্শ দেয়া হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে।