আবুল কালাম আজাদ খোকন: ২৮ জুন শুক্রবার ফেইসবুকভিত্তিক ‘ফান মেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। নারায়ণগঞ্জের চাষাড়ার সিন্যামন রেষ্টুরেন্টে (প্রেস ক্লাব ভবন) দুপুর ২:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ও উপস্থাপনায় ছিলেন ইসমাইল হোসেন শামীম, হারুনুর রশিদ ও মেহেদী হাসান।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: ইব্রাহীম। এরপর বাংলাদেশের জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। পরে ফান মেলার সকল সদস্যদের পরিচয় পর্ব। আধুনিক গান পরিবেশন করে স্থানীয় শিল্পী শাওন।
নারায়রগঞ্জ প্রবাসী কল্যান আন্তর্জাতিক পরিষদ সংগঠনটিকে সম্মাননা প্রদান করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের এবং লাকি কুপন বিজায়ীকে পুরস্কৃত করেন তাইফুর হাসান গালিব।
মধ্যাহ্ন ভোজের পর বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল সভাপতি কাজী মো: মহসিন (না:গঞ্জ মহানগর), ফান মেলার সভাপতি ইকবাল হোসাইন, উপদেষ্টা সিরাজুল ইসলাম প্রমুখ। ফেইসবুকভিত্তিক ফান মেলা গ্রুপের পথচলা শুরু হয়েছিল ২০১৭ সালের ২৩ জুন। এর বর্তমানে সদস্য সংখ্যা ১৩০০ জন এবং গত ২৩ জুন ২য় বর্ষ পূর্ণ হল।
এ গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসাইন। তিনি বলেন, এটি একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। যার স্লোগান, ‘মানবতার সেবায় আমরা সবাই’।
ফান মেলা এডমিন প্যানেলের সদস্যগন ইকবাল হোসেন, আনিস জামান, হারুনুর রশীদ, মেহেদী হাসান, শাহ আলম, নিজ্জল, আল ওয়াদুদ, সোনিয়া, অহণা খান, নাবিস নবী, তোফাজ্জল নুর ইসলাম, নাজিরুল হক নাজু, মাহমুদ জুয়েল, মুখলেছ দেওয়ান, মোঃ রাসেল হোসেন জয় প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়রগঞ্জ প্রবাসী কল্যান আন্তর্জাতিক পরিষদের সহ-সভাপতি মো: কাজল সিদ্দিক ও নারায়ণগঞ্জ রুপগঞ্জের ৪নং পৌরসভার কাউন্সিলর মো: কাকন মাহমুদ এবং এন.আর.ডি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাইফুর হাসান গালিব। ফান মেলার বর্ষপূর্তিতে দেশ ও দেশের বাইরের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।