আফসানা ফেরদৌস কেকা:
গলিত লাশ নান্দনিকতা বোঝেনা, বোঝেনা বোঝাপড়া,
নিথর পড়ে থাকা।
বাস্তবিক বোধ তাই জয়ী হয়।
যা ইচ্ছে, মন পবনের নাউ, ভাসিয়ে দিলাম।
ইচ্ছে হল পুড়িয়ে দিলাম, গুঁড়িয়ে দিলাম।
বিংশতীর তেজ আমার।
ময়ূর পুচ্ছে কাকের পাখা, বকের ঠোঁটে শকুন কঠোর,
তাও আমি সর্বগ্রাসী, আকাশ চিবোই, পাহাড় ভাঙি, সমুদ্রকে নদী করি।
তাও আমি শ্রেষ্ঠ সাজি।
হাজার রূপের ঘন নেত্র মাতিয়ে রাখে,
কারসাজি সব তীব্র আলোর।
ভাবিনি, আমিও একদিন লাশ, গলে গিয়ে হাড্ডিসার ধুলার নীচে নিশ্চুপ আবাসে।
বোধহীন বোধ।