প্রবাস মেলা ডেস্ক: ১৮ অক্টোবর ২০২৩, বুধবার ঢাকাস্থ খিলগাঁও এর বাবাডেরা রেস্টুরেন্টে নানা আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মডেল তামান্না হক এর জন্মদিন উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে রাজনীতিবিদ, নায়ক, গায়ক, সুরকার, গীতিকার, নৃত্যশিল্পীসহ নানা পেশার গুণী মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডি.এ তায়েব, মনিকগঞ্জের মেয়র মো: রমজান আলী, বাংলার যুবরাজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান, চিত্রনায়িকা অঞ্জনা, প্রযোজক ও পরিচালক সাদেক সিদ্দিকী, জাগ্রত জনতার চেয়ারম্যান ও ব্যবসায়ী রিফাত সিফাত আলম, কিংবদন্তী সঙ্গীত পরিচালক ও সুরকার মান্নান মোহাম্মদ, উপমহাদেশের বিশিষ্ট গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান, জনপ্রিয় ফোকসম্রাট ফকির শাহাবুদ্দিন, বিশিষ্ট ফোকশিল্পী আশরাফ উদাস, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও এসজি প্রোডাকশনের প্রযোজক মাহবুবু শারীন মিতু, জাগ্রত ব্লাড ডোনারের প্রেসিডেন্ট আঞ্জুমান আরা ডলি, চিত্রনায়িকা আন্না, চিত্রনায়ক সাগর সিদ্দিকী, জেএস মাল্টিমিডিয়া ভিশনের চেয়ারম্যান গরিব সিরাজ, এই প্রজন্মের ব্যস্ততম মিউজিক ডিরেক্টর এইচআর লিটন ও এলএম টিম, সোনারগাঁ থিয়েটারের সভাপতি রাজু আহমেদ, সোনারগাঁ থিয়েটারের সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ খান, কোরিওগ্রাফার আলাউদ্দিন সুজন, ইভেন্ট অর্গানাইজার কণা চৌধুরী, শিশু শিল্পী টুনটুনি, মানবতার দেয়াল ফাউণ্ডেশনের চেয়ারম্যান আবুল বাশার, শিল্পী ঐক্যজোটের সভাপতি হাসান মুহরতি, সাধারণ সম্পাদক আল-মামুন, নাট্য নির্দেশক ও কল্যাণ পরিষদের সিনিয়র সভাপতি আল মঞ্জুর, ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল ইসলাম ও মোহাম্মদ আলী, ইউসুফ খান, বাপ্পি রাজ, শিশির, ভিডিও নির্মাতা আলী আহসান লিটন, বাংলাদেশের সঙ্গীতের আইকন মানিক আহমেদ, ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন নোলক বাবু, মিউজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন দিঠি সরকার, ভারতের আগরতলা থেকে বিশিষ্ট ব্যবসায়ী প্রণব দাস, সঙ্গীত শিক্ষক আবু নাছের চৌধুরী, চিত্রনায়িকা বৃষ্টি মনি, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন খান, সঙ্গীত পরিচালক তরিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মল্লিকা জাহান, লাবন্য শাকিলা, শুভ, নাসরিন, তানবির, ফরহাদ, বুবু, নদী, সঙ্গীতশিল্পী রবিন খান, সিনথিয়া, বিথিয়া বিথি, জুয়েল সরকার সাজু সহ আরও অনেকে।
প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে গুণী এই সঙ্গীতশিল্পীর জন্মদিনে প্রবাস মেলা’র উপদেষ্টা, উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ, সঙ্গীতশিল্পী ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিল ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, গান, নৃত্য ও অভিনয়। সবার ভালোবাসায় সিক্ত হয়ে তামান্না হক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরো ভালো গান উপহার দিতে পারে সেজন্য সকলের দোয়া চান। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, যাদুকরী কন্ঠের অধিকারী তামান্না হক। তার জন্ম লক্ষ্মীপুর জেলায় হলেও বেড়ে ওঠা ঢাকার মোহাম্মদপুরে। বাবার অনুপ্রেরণায় ও উৎসাহে ছোটবেলা থেকেই তিনি গানের চর্চা করেন। সেই সাথে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে নাচ ও অভিনয় করতেন তিনি। তার বাবা চাইতেন তিনি অনেক বড় শিল্পী হবেন। বলা যায় বাবার ইচ্ছাতেই গানকে পেশা হিসেবে নিয়েছেন যাদুকরী কণ্ঠের অধিকারী তামান্না হক। ২০১৭ সালে বিজয় টিভিতে ‘কুঁড়িয়ে পাওয়া’ অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া তামান্না হকের এরই মধ্যে অসংখ্য গান বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ওস্তাদ আবু সাইদ বিশ্বাসের কাছ থেকে গানের তালিম নিয়েছেন তামান্না। বতর্মানে ওস্তাদ আবু নাসির চৌধুরীর কাছে গান শিখছেন। একজন স্টেজ পারফরমার হিসেবে তামান্না সব ধরণের গানই পছন্দ করেন। ফোকগানের পাশাপাশি তিনি আধুনিক, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লালনগীতিসহ আরও অনেক গানেই স্বাচ্ছন্দ বোধ করেন।
নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পাওয়া তামান্না হক দেশে-বিদেশ নিয়মতি স্টেজ পারফরমেন্স করেন। কলকাতার দীঘায় পারফর্ম করে তিনি বিদেশি দর্শকদের টাইমলাইনে আসেন। এরপর কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি আসাম, ত্রিপুরা রাজ্যের বেশকিছু স্টেজ পারফরমেন্সে অংশ নিয়েছেন। সম্প্রতি তিনি ইতালি, প্যারিস, দুবাইয়ে গানের শো করে প্রবাসী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
গানের জগতে পথচলায় তামান্না বিশেষভাবে তার বাবার প্রতি কৃতজ্ঞতা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, বাবার উৎসাহেই আজ আমি তামান্না হয়েছি। বর্তমানে আমার স্বামী সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে আসছে।