প্রবাস মেলা ডেস্ক: ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নানা শ্রেণি-পেশা’র মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার মধ্য দিয়ে পাক্ষিক প্রবাস মেলা’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত পত্রিকার কার্যালয়ে দেশের নানা শেণি-পেশার মানুষ সহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতে।
উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার এই স্লোগান নিয়ে ২০১৫ সালের ১৫ জানুয়ারি শুরু হয় পাক্ষিক প্রবাস মেলা’র পথচলা। গত চার বছরে দেশে-বিদেশে নানা চড়াই- উৎড়াই ফেরিয়ে অসংখ্য পাঠকের ভালোসায় ৫ম বর্ষে পদার্পণ করলো পত্রিকাটি।
৫ম বর্ষে পদার্পণ’র কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ। নির্বাহী সম্পাদক শহীদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকার সম্মানিত উপদেষ্টা, টেলিভিশন উপস্থাপক, আবৃত্তিকার মামুন ইমতিয়াজ। এসময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাবেরা আক্তার সুখীও উপস্থিত ছিলেন।
৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে পত্রিকার কার্যালয়ে অনেকেই শুভেচ্ছা জানাতে এসেছিলেন। তারা হলেন বঙ্গবন্ধু সরকারের সাবেক মন্ত্রী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমির-উল ইসলাম, দৈনিক যুগান্তরের ফিচার এডিটর রফিকুল হক দাদু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী এসি বাজার ইন্ডাস্ট্রির চেয়ারম্যান লায়ন মো. জুনাব আলী (পিএমজেএফ), লেজার ভিশনের ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল ইসলাম, অভিনেতা ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ব্যারিস্টার তানিয়া আমির, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিউজ প্রেজেন্টার রেহানা পারভীন, দৈনিক সংবাদের নিউজ এডিটর কাজী রফিক, বিশিষ্ট অভিনেতা আব্দুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক মনিরা পারভীন হ্যাপি, বাংলাদেশ টেলিভিশনের নিউজ প্রেজেন্টার মুনমুন আহমেদ, জাতিসংঘের অধীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য প্রীতি শর্মান,
লিলি সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আনিছা খাতুন (টুনি), কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র সভাপতি মিয়া মনসফ, এ্যাডভোকেট মারুফ হাসান, গণজাগরণ মঞ্চের এক্টিভিস্ট আকরামুল হক, এ্যাডভোকেট জীবন সায়ন্ত, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, সাংবাদিক আসিফ শওকত কল্লোল, এম সাইফুল, মারুফ শরীফ, কবি এএফএম আকরাম হোসেন, কবি শিখা কর্মকার, ক্লোজআপ ওয়ান ২০০৫ তারকা নওরীন শরীফ, মিউজিক কম্পোজার রেজওয়ান আহমেদ সিদ্দিক, দেশ টিভির নিউজ প্রেজেন্টার সোনিয়া স্নিগ্ধা, জিটিভি’র প্রোগ্রাম প্রেজেন্টার ফারজানা মিথিয়া, অভিনেত্রী মুনা আখতার, মডেল ও অভিনেত্রী শর্মী ইসলাম, আবৃত্তিকার ও উপস্থাপিকা তামান্না তিথী, কণ্ঠশিল্পী চায়না রানী সরকার, অভিনেত্রী সুলতানা চৌধুরী, অভিনেত্রী সোমা ফেরদৌস, অভিনেতা আশরাফুল আশিষ, সোনার তরী সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাবেক সদস্য ও টিভি নাটক ডিরেক্টর হোসাইন মো: বেলাল, রূপা প্রমুখ।
ব্যবসায়ীদের মধ্যে এক্সিলেন্ট করপোরেশন এর জিএম (মার্কেটিং এন্ড প্লানিং) জিনাত রেহানা, এফবিসিসিআই এর জেনারেল সেক্রেটারী মাসুদুর রহমান, টেকনো আই সলিউশন্স এর হেড অব বিজনেস মোহাম্মদ আশরাফুল আলম, ইমেজমার্ক এর ডিরেক্টর আফরোজা পারভীন (রোজী), একর্ড মার্কেটিং এর ব্যবস্থাপনা পরিচালক বদরুদ্দোজা মিথুন, নাজ এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান জুবায়দা নাজনীন চৌধুরী, মো: জিল্লুর রহমান প্রমুখ।
প্রবাসীদের মধ্যে শুভেচ্ছা জানান- যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন বাফলা’র সাধারণ সম্পাদক শহীদ আলম, কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক নুরুল আমিন, ইতালি প্রবাসী সাংবাদিক আখি সীমা কাওসার, যুক্তরাজ্য প্রবাসী এনাম খান স্বপন প্রমুখ।
এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ মুঠোফোনে অনুষ্ঠানের সফলতা জানিয়ে শুভেচ্ছা জানান। তারা হলেন- বিশিষ্ট রাজনীতিবিদ এবং স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ.স. ম আব্দুর রব, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, কবি ও গীতিকার শেখ নজরুল, বিশিষ্ট অভিনেতা আহমদ শরীফ, গণসংহতি আন্দেলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ। অনেক প্রবাসী বাংলাদেশিও দেশে এবং বিদেশ থেকে টেলিফোনে শুভেচ্ছা জানান। তারা হলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী, সৌদিআরব প্রবাসী লেখক, সাংবাদিক ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয়, কানাডা প্রবাসী মোহাম্মদ সোলায়মান, কাতার প্রবাসী আনোয়ার হোসেন মামুন প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমির উল ইসলাম বলেন, ‘প্রবাস মেলা দেশে বিদেশে পাঠকের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে’।
কবি ও লেখক রফিকুল হক দাদু ভাই বলেন, ‘আমি প্রবাস মেলা’র নিয়মিত পাঠক, প্রবাসীদের নিয়ে এমন একটি ম্যাগাজিন নি:সন্দেহে প্রশংসার দাবিদার, আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে পত্রিকার সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ, দীর্ঘ পথচলায় প্রবাস মেলা’র সাথে থাকার জন্য দেশে বিদেশের সকল পাঠক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। একই সাথে ভবিষ্যতে প্রবাস মেলা’র সাথে থাকার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে সাম্পান ইমতিয়াজের চমৎকার নৃত্য উপস্থিত দর্শকদের বিমোহিত করে। এছাড়াও পীরজাদা শহীদুল হারুন, শহীদ আলম, শিখা কর্মকার, শহীদ রাজু, চায়না রানী সরকার, সুলতানা চৌধুরী, মুনা আখতার এর নাচ ও গান উপস্থিত সবাই উপভোগ করেন। পরে আপ্যায়ণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।