হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নাইজেরিয়ার আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে শুরুতে হাইকমিশনে নির্মিত প্রতীকী শহীদ মিনারে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবর্গ এবং নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ জনাব মো: আনিসুর রহমান, ভারপ্রাপ্ত হাইকমিশনার পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত হাইকমিশনার হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।

কর্মসূচির দ্বিতীয় পর্বে, হাইকমিশন মিলনায়তনে দিবসটির তাৎপর্যের ওপর একটি আলোচনার আয়োজন করা হয়। আলোচনার শুরুতে পবিত্র কোরান তেলওয়াত করা হয় এবং ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। স্বাগত বক্তৃতায় ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সারা বিশ্বে ভাষার বৈচিত্র্য উদ্যাপনের একটি প্রেক্ষাপট তৈরি করেছে। এ প্রসঙ্গে তিনি মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃস্থানীয় ভূমিকা ও ভাষা শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন যে এই আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশের অভ্যূদয় ঘটে। অন্যান্যের মধ্যে জনাব বিদোষ চন্দ্র বর্মন, মিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে, অনুষ্ঠানে দিবসটির উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিবৃন্দ, মিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে, বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারযোগে অতিথিদের আপ্যায়ন করা হয়।