হাকিকুল ইসলাম খোকন: নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন প্রথম বারের মত কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (Kaduna International Trade Fair)-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ২৯ মার্চ ২০১৯ নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. ওকেইচুকু এনিআনা এনিলেমা (Dr. Okechukwu Eûinna Enelema) মেলায় ৪০তম বার্ষিক আয়োজন (২৯ মার্চ-৭ এপ্রিল ২০১৯)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার জনাব মো: শামীম আহসান,এনডিসি ছাড়াও অন্যান্য দেশের কূটনীতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের ʿঅর্থনৈতিক কূটনীতি’-কে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশন এর স্টলে তার নিজস্ব সংগ্রহের নানাবিধ রপ্তানী পণ্য স্থান পায়। ৭ এপ্রিল ২০১৯ সমাপনী দিনে মেলার পরিচালনা কমিটি কর্তৃক বাংলাদেশ ষ্টলকে ʿশ্রেষ্ঠ বিদেশী অংশগ্রহণকারী’ (Best Foreign Participant) হিসেবে ক্রেস্ট প্রদান করেন বাণিজ্য মেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব আবিদু ইয়াজিদ ওওএন (Mr. Abidu Yayid, OON) ।

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ স্টলে তৈরী পোশাক ও নীটওয়্যার, সিরামিক, ঔষধ, হস্তশিল্প, প্লাষ্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরী বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, বিবিধ মসলা, আচার, শুকনো খাবার, পার্ল, নকশী কাঁথা ইত্যাদি স্থান পায়। প্রতিদিন মেলায় ছিল উপচে পড়া ভীড়। কাদুনা অঙ্গরাজ্যের ডেপুটি গর্ভণর এবং কাদুনা চেম্বার এর প্রেসিডেন্টসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনের পরে বাংলাদেশ ষ্টল পরিদর্শন করেন এবং তারা বাংলাদেশের রপ্তানী পণ্যের গুন ও মানের ভূয়সী প্রশংসা করেন। রপ্তানী পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা, বাংলাদেশ এর উন্নয়ন অভিযাত্রা-র উপরে বিভিন্ন রকমের আকর্ষণীয় ব্যানার ও পোষ্টার দিয়ে ষ্টলটিকে সুসজ্জিত করা হয়। একইসাথে, প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
নাইজেরিয়ায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আবুজাস্থ বাংলাদেশ হাইকমিশন রপ্তানীযোগ্য পণ্যের সম্ভার নিয়ে শীঘ্রই একটি ʿকমার্শিয়াল ডিসপ্লে সেন্টার’ (Commercial Display Centre) চালু করতে যাচ্ছে। উল্লেখ্য, ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।