প্রবাস মেলা ডেস্ক: নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৭ জনের। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২৫ জনকে। খবর রয়টার্সের।
মঙ্গলবার (৩ অক্টোবর) দেশটির স্থানীয় প্রশাসন জানায়, দক্ষিণাঞ্চলীয় রিভারস রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে দুই গর্ভবতী নারীও ছিলেন বলে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায় আশপাশের এলাকায়। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের। উদ্ধার ও হাসপাতালে নেয়ার পর মারা যান বাকিরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন ও গাড়ি।
মূলত তেল সমৃদ্ধ দেশটিতে বহু জায়গায় অবৈধ তেল শোধনাগার গড়ে উঠেছে। বেআইনিভাবে পাইপলাইন বসিয়ে সংগ্রহ করা হয় তেল। ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে তা ফুটিয়ে পরিশোধনের কাজ করা হয়। ফলে প্রায় নিয়মিতই এ ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায় দেশটিতে।