হাসিনা আক্তার, লন্ডন, যুক্তরাজ্য
তুমি বহমান একূল থেকে ওকূল
কখনো শান্ত কখনো উত্তাল
তোমার রং এর বদল
খুব সহজেই চোখে পড়ে
কোথাও পরিস্কার কোথাও গোলা
কোথাও সাদা কোথাও তুমি নীল
তোমার আছে অদ্ভুত ক্ষমতা
মানুষের সুখ-দুঃখ, আনন্দ-উচ্ছাস
ভাগাভাগি করে তোমার সাথে
নিয়ে ফিরে আসে প্রচন্ড এক তৃপ্তির শ্বাস
কি অসাধারণ আস্থার জায়গা তুমি
কেউ আবার ময়লা আবর্জনা ফেলে
তোমাকে করে তোলে দূষিত
কেউ আবার ফুল ভাসিয়ে করে
পূজা অর্চনা
তোমার উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে যায়
নগরী, মানুষ, পশু
আবার তোমারই পানিতে
ভরে উঠে ফসলের মাঠ
তুমি সেই বহমান নদী
যার শব্দ আছে কথা নেই
মানুষের উপকার অপকার দুটোই করো
কারো কাছে কিছু চাওয়ার ভাষা নেই
তুমি সেই বহমান নদী।