প্রবাস মেলা ডেস্ক: চলচ্চিত্রে আগের মতো দেখা যায় না জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাসকে। সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘রাত্রির যাত্রী’ নামে একটি ছবিতে তাকে দেখা গেছে। তাও মাত্র একটি দৃশ্যে। এছাড়া মাঝে নাটকে নিয়মিত দেখা গেলেও নাটক পরিচালনা এবং রাজনীতিতে জড়িত হওয়ায় এখন নাটক অভিনয়েও আগের মতো নেই।
তবে সম্প্রতি একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা গেছে এ অভিনেত্রীকে। নাম ‘বংশের চাবি’। এটি পরিচালনা করেছেন রোমান রনি। এ নাটকটি মূলত দুই সতীনের খুনসুটি নিয়ে নির্মিত। এতে ড. ইনামুল হকের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে দেখা যাবে অরুণা বিশ্বাসকে। এ ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নাটকের স্ক্রিপ্ট ভালো। একেবারই সমসাময়িক প্রসঙ্গ নিয়ে লেখা। এক ঘরে দুই সতীন থাকলে ঘরের চাবি নিয়ে যেসব সমস্যা হয় সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। এ বিষয়টি স্বাভাবিক হলেও ভিন্ন কিছুও দর্শক এ নাটকে দেখতে পাবেন।’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে বলে নির্মাতা জানান। নাটকের পাশাপাশি অরুন চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’ নামে একটি ছবিতেও অভিনয় করছেন তিনি। এছাড়াও সম্প্রতি তিনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন।