প্রবাস মেলা ডেস্ক: প্রথম এ ছবি মুক্তির আগেই নতুন বেশ কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছেন মিস বাংলাদেশ বিজয়ী মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী।
এ বিষয়ে তিনি জানান, বর্তমানে তিনি ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং করছেন। এ ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে।
তিনি বলেন, এরইমধ্যে অনেক নতুন কাজের প্রস্তাব এসেছে। সেগুলোর গল্প পড়েছি। গল্পও পছন্দ হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। বেশ কয়েকজন ভালো নির্মাতার কাছ থেকেই নতুন ছবির প্রস্তাব পেয়েছি। তাই নিজেকে ধন্য মনে করছি। সবকিছু মিলে গেলে অবশ্যই নতুন কাজের খবর জানাবো।
এছাড়া কয়েকদিন আগে দর্শকপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের নির্দেশনায় বার্জারের একটি বিজ্ঞাপনে মনির খান শিমুল ও চৈতীর সঙ্গে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসা পান ঐশী।
উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’ ছবিটি সামনে মুক্তি পাবে। এতে ঐশী ও আরিফিন শুভ ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত প্রমুখ।